চাঁদ নিয়ে সবাই কত্ত কিছু কল্পনা করে,
আমি করি চাঁদের জ্যোৎস্না নিয়ে।
ছোটো বেলায় কী যে ভূত মাথায় ঢুকলো,
যে জ্যোৎস্না রাতে পরী দেখা যায়।
কত্ত রাত আমার ছাদে কেটেছে, কত্ত বকা শুনেছি।
কিন্তু পরীর দেখা আমি পাইনি, আর না কখনো পাবো।
তাও মাঝে মাঝে এখনো আকাশের দিকে তাকিয়ে ভাবি,
ইশ! যদি সত্যিকারের পরী এসে আমাকে তার ডানায় ভর দিয়ে নিয়ে যেত অচীন পুরে...
অনেক দূরে...............
আজকের চাঁদ টা কিন্তু অনেক বেশি উজ্জ্বল ছিলো!
অনুভূতি প্রকাশের সকল শব্দ মানুষ আবিষ্কার করতে পারেনি, আমরা নিজের মতো করে নিজেদের মনের কথা বলি!
শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
জ্যোৎস্না রাতে চাঁদের পরী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
জানতাম কেউ একজন ভেঙে চুরমার হয়ে যাবে; তবু থেকেছিলাম— পৃথিবীর সব নিয়ম ভেঙে, সব ভয় সরিয়ে; কেননা সে ছিল সেখানে! তার একটুখানি ভালোবাসা পেলে; আ...

-
আমার হাতের মুঠোয় বিষন্নতার ঝড়ে ভাঙ্গা শব্দের সমাহার! মিছে কবিতার মায়ায় ডুবছি, অজানা কোন পথের অভিশাপে পথ হারিয়েও মুক্তির আকাশে তোমাকে খুঁজছ...
-
চাঁদ নিয়ে সবাই কত্ত কিছু কল্পনা করে, আমি করি চাঁদের জ্যোৎস্না নিয়ে। ছোটো বেলায় কী যে ভূত মাথায় ঢুকলো, যে জ্যোৎস্না রাতে পরী দেখা যায়। কত্ত র...
-
-অনুকাব্য সে কাঁদলে আমিও কাঁদি সে হাসলে আমিও হাসি আর হঠাৎ হঠাৎ পরস্পরের দিকে দীর্ঘক্ষণ শুধু তাকিয়ে থাকি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন