সোমবার, ১ নভেম্বর, ২০২১

প্রহরী


 


অনেকটা চেনা চেনা মনে হচ্ছিল তোমায় গতকাল!

মনেই হয়নি আমরা দুজন দু'জনকে কবে থেকেই ভুলে যাওয়ার চেষ্টায় মত্ত, কি পাগলামির ছলে কাল ব্যাকস্পেসে বন্দীত্ব কিছু অঘোষিত কথাগুলো ভুলের ছলে হয়তো বলে দিয়েছি কোনো না কোনো এক কথার পিঠে কথা রেখে।

মনে হচ্ছিল তুমিও একটু ভুলে যাওনি পুরোনো দিনগুলো, আড়াল থেকেই যতো উল্টাপাল্টা যতো তীব্র অভিমান বুকের ভেতর পুষে একগাদা সাইলেন্ট পেইন সৃষ্টি হয়েছিলো আর কি!

বুঝতে বাকি নেই তুমি ঠিকই মনে রেখেছো আমায়, তবে একাকীত্বে নয় কোলাহলে!

অথচ আমি একটু পুরোনো স্মৃতি গুলো খুঁজি নিভৃতে কেঁদে কেঁদে!

কাল মনে হচ্ছিল একটা মহাকালের রাত, আমি নতুন করে শিখতে পারার দীর্ঘ একটা রাত, অথচ কেউই কারোর নই, তবুও কাল মনে মনে হেঁটে গিয়েছিলাম একসাথে তেপান্তরের শেষে, এক অদেখা আকাঙ্ক্ষার দুয়ারে দুজন ফের হয়ে গিয়েছিলাম প্রেমের বাজারের প্রহরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অনুকাব্য

-অনুকাব্য সে কাঁদলে আমিও কাঁদি সে হাসলে আমিও হাসি আর হঠাৎ হঠাৎ পরস্পরের দিকে দীর্ঘক্ষণ শুধু তাকিয়ে থাকি!