পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এ পথ ভীষণ অন্ধকার

ছবি
  আমার হাতের মুঠোয় বিষন্নতার ঝড়ে ভাঙ্গা শব্দের সমাহার! মিছে কবিতার মায়ায় ডুবছি, অজানা কোন পথের অভিশাপে পথ হারিয়েও মুক্তির আকাশে তোমাকে খুঁজছি! যদিও আমার এ পথ ভীষণ অন্ধকার

=মেঘপিয়ন ও আকাশনীলা'র ইতিকথা=

ছবি
বহুদিন আগে নীল শাড়ী-নীল চুড়ি পরে কাঁজক আঁকা চোখের বালিকার আঙুল ছুঁয়ে ছুঁয়ে আমি বলেছিলাম তুমি কি আমার "আকাশনীলা" হবে? তাঁর চোখের তারায় ছিলো আকাশ নীলের নিঃসীম আহ্বান, তাঁর একজোড়া কালো চোখের গাঢ় বাহাত্তর জোড়া পাপড়ি হয়েছিলো আমার গন্তব্যের নিশানা! আমার জন্য তবু কোন কথা ছিল না ঐ অবনত মুখে, আমার ব্যাকুল জিজ্ঞাসারা পায়নি কোনো শাব্দিক উত্তর! তাঁর নীরব ঠোঁটের সাথে কথা বলেছিলো খেয়ালী রোদ্দুর, তাঁর জন্য হৃদমাঝারে ভালোবাসা জমেছিলো সাত সমুদ্দুর! তবু নীরবতার কফিনে শায়িত ছিল রাতের কানাকানি, মায়াবী চোখে সে শুধু ছুঁয়েছিলো আমার হৃদয়ের কড়িকাঠ! অব্যক্ত কথারা সারাবেলা জুড়ে ছিলো ভাবনার মাঠঘাট.... আমার স্বপ্ন ছিলো একটা আকাশ বুনবো, তাঁর আর আমার যৌথ আকাশ! যেখানে উড়ে বেড়াবো আমরা বেওয়ারিশ ঘুড়ির মতো, সে সবকিছু অধরাই রয়ে গেলো! পাওয়া না পাওয়ার মাঝামাঝির উড়াল সেতুতে অনন্তকাল সে আমাকে দাঁড় করিয়ে রাখলো গন্তব্যহীন অপেক্ষায়! সময়ের আছে অনন্তের হাতছানি, মানুষের ক্ষণিকের আয়ু! আজ সময়টা আমাদের জন্য, শুধু আমাদের হয়ে থেমে থাকেনি! সে হারিয়ে যাওয়ায় আমার কোনদিন "মেঘপিয়ন" হয়ে ওঠা হয়নি! তবু তাঁর হাসি, মায়া মায়া চ...

জ্যোৎস্না রাতে চাঁদের পরী

ছবি
চাঁদ নিয়ে সবাই কত্ত কিছু কল্পনা করে, আমি করি চাঁদের জ্যোৎস্না নিয়ে। ছোটো বেলায় কী যে ভূত মাথায় ঢুকলো, যে জ্যোৎস্না রাতে পরী দেখা যায়। কত্ত রাত আমার ছাদে কেটেছে, কত্ত বকা শুনেছি। কিন্তু পরীর দেখা আমি পাইনি, আর না কখনো পাবো। তাও মাঝে মাঝে এখনো আকাশের দিকে তাকিয়ে ভাবি, ইশ! যদি সত্যিকারের পরী এসে আমাকে তার ডানায় ভর দিয়ে নিয়ে যেত অচীন পুরে... অনেক দূরে............... আজকের চাঁদ টা কিন্তু অনেক বেশি উজ্জ্বল ছিলো!