জানতাম কেউ একজন ভেঙে চুরমার হয়ে যাবে;
তবু থেকেছিলাম—
পৃথিবীর সব নিয়ম ভেঙে, সব ভয় সরিয়ে;
কেননা সে ছিল সেখানে!
তার একটুখানি ভালোবাসা পেলে;
আমি পুরোটা উজাড় করে দিতে রাজি ছিলাম!
নিজেকে ভুলে গেছি—
পথ ভুলেছি, নীতির সামনে দাঁড়িয়ে মুখ ঘুরিয়েছি!
শুধু তার একটা হাসির জন্য!
কিন্তু শেষে?
চৌচির করে দিলো বিশ্বাস, আত্মা, অস্তিত্ব!
এমনভাবে ভেঙে দিলো, যেন কিছুই ছিল না আমার মাঝে!
যেন আমি কোনোদিন ছিলামই না তার পৃথিবীতে!
✍️নীল