পোস্টগুলি

এপ্রিল, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
 জানতাম কেউ একজন ভেঙে চুরমার হয়ে যাবে; তবু থেকেছিলাম— পৃথিবীর সব নিয়ম ভেঙে, সব ভয় সরিয়ে; কেননা সে ছিল সেখানে! তার একটুখানি ভালোবাসা পেলে;  আমি পুরোটা উজাড় করে দিতে রাজি ছিলাম! নিজেকে ভুলে গেছি— পথ ভুলেছি, নীতির সামনে দাঁড়িয়ে মুখ ঘুরিয়েছি! শুধু তার একটা হাসির জন্য! কিন্তু শেষে? চৌচির করে দিলো বিশ্বাস, আত্মা, অস্তিত্ব! এমনভাবে ভেঙে দিলো, যেন কিছুই ছিল না আমার মাঝে! যেন আমি কোনোদিন ছিলামই না তার পৃথিবীতে! ✍️নীল

-বৃষ্টির অপেক্ষা

ছবি
  আকাশ সমান চিন্তা নিয়ে, ভাবছি কবে ফিরবো হেসে! মনের আকাশে তীব্র খরা, বৃষ্টির আমন্ত্রনে দাওনি সাড়া! খরার আকাশ পায়নি ঠাই, তোমার ঠাণ্ডা শীতল মায়ায়!  আমি তবে আজ হেরেছি রহস্যে, তোমার মনের অল্প খায়েশে! পৃথিবী হোক খরাহীণ, ভালোবাসা ফিরুক দরজায় দরজায়! -নীল